৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩৭ |

প্রাথমিকে শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন যেভাবে

প্রাথমিকে শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন যেভাবে-Janasangbad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরমধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ এবং ব্যাক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ১০ নম্বর থাকবে।

এভাবেই শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে বিষয়টি জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, শিক্ষাগত যোগ্যতার ১০ নম্বরের মধ্যে এসএসসি ফলে ৪, এইচএসসির ফলে ৪ এবং স্নাতকের ফলে ২ নম্বর থাকবে। কোনো প্রার্থী এসএসসি-এইচএসসি বা সমমানে প্রথম বিভাগ বা জিপিএ ৩ বা তার বেশি পেলে ৪ নম্বর পাবেন। প্রার্থী ২য় বিভাগ বা জিপিএ-২ এর বেশি ও ৩ এর কম পেলে পাবেন তিন নম্বর। আর তৃতীয় বিভাগ বা জিপিএ ১ এর বেশি ও ২ এর কম পেলে পাবেন ২ নম্বর। আর স্নাতকে প্রথম বিভাগ বা সিজিপিএ ৩ এর (৪ স্কেলে) বেশি পেলে ২ নম্বর পাবেন। দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২ দশমিক ২৫ থেকে ৩ পেলে ১ নম্বর পাবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ১০ নম্বর থাকবে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

সূত্র: দৈনিকশিক্ষা

Picture of জনসংবাদ

জনসংবাদ

দেশের র্শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম যা আপনাকে সবসময় সর্বশেষ সংবাদের সাথেই রাখে।

আপনার প্রতিষ্ঠানের 700 X 300 বিজ্ঞাপন দিন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন