৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩৫ |

শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যায়ভাবে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে অন্যায়ভাবে জমিদখলসহ নানা অভিযোগ করেছেন একটি পরিবার। বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, আমার বাড়ি শ্রীপুর উপজেলার বরমীতে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এসময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তার দুই ভাই এবং তার ছেলে পাপেল ফকির হঠাৎ আমাদের উপর আক্রমন করে। তারা আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করে এবং তার বুকে প্রচন্ড আঘাত করে। আমরা প্রতিবাদ করলে শাহজাহান ফকির তার ছেলে এবং তার ভাতিজা মহসিন ফকির, অপু ফকির, পায়েল ফকির, ওদের সন্ত্রাসী বাহিনীর দ্বারা দেশী অস্ত্র দা, ছুরি, বল্লম দিয়ে আমার বাসায় ভাংচুর ও হামলা চালায়। পরের দিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করে। এরপর তারা আমার পরিবারের সদস্যের হত্যার হুমকি দেয়। ফেরার পথে বলে যান যদি বরমিতে থাকি তাহলে কুপিয়ে হত্যা করবে। এরপর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না।

তিনি আরও বলেন, শাহজাহান ফকির আমার থেকে ২০১৮ সালে আমার কাছ থেকে দশ লাখ টাকা হাওলাত নিয়েছে সেটির প্রমান থাকলেও দেয়না। এখন নতুন করে আমাদের পৈত্তিক সম্পত্তি দখল করে ভরাট করছে কিন্তু কিছুই করতে পারছি না। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তার সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তার এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপি শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়িতে ফিরতে চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান ফকির তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বিকার করে বলেন, আমি কোনো চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নই। অভিযোগকারীদের সঙ্গে আমার জমি সংক্রান্ত কোনো বিরোধ নেই। আমি কাউকে বাড়ি ছাড়া করিনি।

গাজীপুর প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল বারি বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Picture of জনসংবাদ

জনসংবাদ

দেশের র্শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম যা আপনাকে সবসময় সর্বশেষ সংবাদের সাথেই রাখে।

আপনার প্রতিষ্ঠানের 700 X 300 বিজ্ঞাপন দিন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন